এক রুগ্ন ফুটবলার ও তার ভরা মাঠের কবিতাঃ গীতরেখ দেবী পুত্র
কিক
অফ
খেলা
শুরু । রেডকার্ড হাতে
মুচকি
, রেফারিমোহন ।
অফসাইড
তোমার
আঁচলে
পরোয়াহীন
ঢুকে পরেছি । সঙ্গিছাড়া মন ।
তোমার
চোখে
আমার
মাত্রাছাড়া দৌড় ।
থ্রোয়িং
পার্শ্বলাইন
। দুহাত তুলে আছো ।
ছুঁড়ো
না । ছুঁড়ো না মরে যাবো ।
ফাউল
কানাগলি
জানায় নি , আর কথা
এইমাত্র
ফিরে গেল , যে ছিল তোমার ।
ড্রিবলিং
আমাকে
দাঁড় করিয়ে , এড়িয়ে গেলে
বিবিধভঙ্গিতে
নেচে
গেলাম । বিমূঢ় ভঙ্গিতে ।
পাসিং
কার
কথা ভাবো । এ কথার জবাণিতে
পরশু
কথা হল আচম্বিতে
হাই
গগনে
তুলেছি তোমায় । তাকাবার
অবসরে
, নাগালে নেই তুমি ।
হ্যান্ডবল
হাত
দিয়েছি অনিচ্ছাতে । পাপ ছিল না কোনো
পেনাল্টি
তোমার
গায়ে গা দিয়েছি ।অতর্কিতে বাঁশি ।
তুমি
একা । আমি একা । মুখোমুখি ।
লম্বা
বাঁশি
গোলপোষ্ট
নীচে । বসেছি ধবংসস্তুপ ,
দুচোখে
শূন্যতা । ভরা মাঠ ভিজিয়ে
আজ
বরিষণ ।
খেলা
শেষ । আজ বহুদূরে । তুমি ভাল তো এখন ?
Post a Comment