রাহুল বিদ্‌-এর কবিতা

রাহুল বিদ্‌

অলিভ পাতার মুকুট

বাবা রোজ ছোট-বড়ো দুটো থলি হাতে বাজারে যেতেন ।ফিরে
এসে মা-র সামনে উজাড় করে দিতেন তাঁর সাফল্যের থলি আর
তাই দেখে মা-র মুখে ফুটে উঠতো অলৌকিক এক আলো...সেই
আলোয় বাবার মাথায় চকচক করত এক মুকুট ...সেই মুকুট
কাজে-অকাজে , চলতে-ফিরতে সারাটাদিন বাবাকে আলাদা রাখত
সকলের চেয়ে ।
ইদানীং একই রকমের একটি করে থলি নিয়ে আমরা দুভাই বাজারে
যাই ।ফিরে এসে মা-র সামনে উজাড় করে দিই আমাদের
সফলতাগুলো ।ছভরির বাউটি পরা কাঁপা-কাঁপা হাতে সেসব
নেড়েচেড়ে মা বলে , “ যাই বলিস , বাজার করতো তোর বাবা...”
আমরা দুভাই তাকিয়ে দেখি বারান্দায় ইজিচেয়ারে বুকের উপর
গীতবিতান রেখে আধশোয়া বাবার মাথায় আজও ঝকঝক করছে
সেই মুকুট...আমরা কেউ-ই তা কেড়ে নিতে পারি নি।

No comments

Powered by Blogger.