নীলাঞ্জন চট্টোপাধ্যায়ের কবিতা







সহজিয়া

খুব সহজ করে বললে
এক অসীম দূরত্বে মিলে যায় দুজন মানুষ
তারা এক সুরে নৈঃশব্দের গান গায়।
শুধু উদাসী হাওয়ায় বেজে যায়
বেতার নাকের নথ, লাজুক ঘুঙুর
সেই শব্দ শুনতে পায়
যারা দুই হতে এক এবং

অজস্র হয়েছে অলক্ষ্যে সবার।














No comments

Powered by Blogger.