কুয়োঃ অনুরাধা বিশ্বাস
কুয়ো
মেঘ করে আসে
তাঁতীদের দেশ, যেন কোনো বৃদ্ধের বিবাহের
পথে আষাঢ় নেমেছে,
দুচোখ ছাপিয়ে নামে খলবলে নুড়ি পাথরেরা
পুরোনো কুয়োর হৃদয়
একটি উজ্জ্বল লকেটের মত কবেকার
জলে। গভীর অঞ্চলে
পাথর হয়েছে ঈর্ষার দিনগুলি। এই
শৈলদেহ কারও জড়
আঙুলে লেখা, আধোজাগরণের ওপর
পাখিদের ছায়ায় চুম্বন
স্মৃতিরা গুল্মফুল। অতীতে সে বিষয়ী ছিল
বড়, পদতলে নিয়ে
ঘুরেছে প্রাসাদের মত কাচটুকরো , দৈবক্ষণে
নুপুরের মত বেজে
যারা ডুকরে দিত বিহ্বলতা। তার অঙ্গের পরে
জমে ও জন্মায়
রিনরিনে ঝুঁকে দেখাগুলি।
সে তাহার
পুরুষ,আকাশের মত তার শামিয়ানাগুণ।
মনে পড়ে, সাধ ছিল
বড়, চন্দ্রাহত
কোনো কলমের কাছে
আমাদেরও ঋণ থেকে যাক ...
Post a Comment