শব্দঃ কুন্তল মুখোপাধ্যায়
কুন্তল মুখোপাধ্যায়
শব্দ
শব্দ
আমি স্থির করলাম যে, শূন্য দশকের কবিদের নিয়ে একটা গদ্য লেখা দরকার ।
এখন, গদ্য তো লিখব, কিন্তু শূন্য দশকের কবিদের কোনো কাব্যগ্রন্থই তো আমার কাছে নেই
। যা আছে সেটা সাহিত্যসভায় অথবা কবিসম্মেলনে বইটই এক্সচেঞ্জ করে পাওয়া। পড়াও হয়নি
। তাহলে লিখব কী করে ? ভাবতে ভাবতে এক আঁতেল বিশ্বপড়ুয়া কবি-কে মারলাম একটা ফোন
...তিনি তখন নিম্নস্রোতে বেগবান (পড়তে হবে লুজ মোশান ) ; যাইহোক সেই নাজুক
অবস্থাতেও তিনি আমায় বললেন যে, কিছুদিন আগে কয়েকজন এই বিষয়টি নিয়েই কাজ করেছেন।
কিন্তু বিস্তারিতভাবে কিছু হয়নি। আসলে ওই কাজগুলি ছিল নেহায়েত আটেন্ড্যান্স
রেজিস্টার ...মানে , এই দশকে কে কে লিখছেন তার খতিয়ান মাত্র ...
ভালই হল , সেই রোলকল
খাতাগুলির সাহায্য নিয়ে ইয়াদ করলাম সাহিত্যের ইয়ার-বইটিকে ...একের পর এক ফোন মারতে
লাগলাম । কেউ ধরলেন , কেউ ধরলেন না । যারা ধরলেন তাঁদের কবিতার খুব প্রশংসা করলাম
, এমন প্রশংসা , যার কোনো মানেই নেই আমার নিজের কাছে ! ওদের সবাইকে কবিতার একটা-দুটো
বই পাঠাতে বললাম । কালক্রমে ডাকপিওন চিনে ফেলল আমার ডেরা । খান পঞ্চাশেক বই এসে
গেল । বলতেই হবে, কবিরা কিন্তু নিজেদের প্রচারের কাজটি সুচারুভাবে করেন ।
প্রবন্ধ-লিখিয়ে হিসাবে না-লিখেই আমার বেশ পরিচিতি হল! কেবল শয্যার পাশে স্তূপাকার
বই দেখলেই বেশ ভয় লাগত আমার । মনে হত , সেই প্রবন্ধটা কি লেখা হবে ? এদিকে কবিদের
সঙ্গে পরিচয় করে ফেলেছি । তাঁদের সৌজন্যে দু’একটা জায়গায় আমার লেখাও ছাপা হয়েছে ।
তেনারাও আমার আহামরি কবিতা নিয়ে লিখে ফেলেছেন কয়েকটি গদ্য ! কবিকুল বারবার বলতে
লাগলেন আপনার লেখাটা আপনার লেখাটা ...
একদিন স্বপ্ন দেখলাম
, আমার খাটের পাশে এসে দাঁড়িয়েছেন পুরোনো একজন মানুষ ...হাতে-লেখা বই নিয়ে। বললাম
- আপনার নাম ? তিনি বললেন - আমার নাম লুই পা ...চর্যাপদের কবি ... সম্প্রতি
হেভেনলি মিউজ , মানে আপনাদের সরস্বতী দেবী , আমাকেই নতুন কবিতা নিয়ে ভাবতে
বলেছেন...কিন্তু লেখা পাচ্ছি না ...সেজন্যেই বেড়িয়েছি ... খাটের স্তূপের দিকে অঙ্গুলিনির্দেশ করে বললেন , এগুলো কী ?
ভয়ে ভয়ে বললাম ,
শব্দ
Post a Comment