কাকবন্ধ্যা সিরিজ থেকে একটি লেখাঃ পল্লব ভট্টাচার্য













পল্লব ভট্টাচার্য



কাকবন্ধ্যা সিরিজ থেকে

বৈষ্ণব সাহিত্য থেকে উড়ে এসে রসজ্ঞ কোকিল
যা খেয়ে গিয়েছে তার ছিটেফোঁটা পেলেও জীবন
হতো না এমন রুক্ষ্ণ , অভিশপ্ত , বিষন্ন-কর্কশ ।

জ্ঞানের তিক্ততা শুধু , কৌতূহলে না দেখাটি দেখে
ঠুকরে ঠুকরে খাই প্রতিদিন নিজের ভিতরে
বিষ-নিম , যা আমায় পিশাচ ও নির্বিচারী করে ।

তবে কি স্বভাবই এই ! কালভূক , বিষন্নতাকামী !
দুচোখ অন্ধ করে , গুঁজে রাখা নিজের ভেতরে
একফালি স্বচ্ছ আলো , দশদিক অন্ধকার দেখে
নিজেকে ঠুকরে খায় আজীবন মগ্ন সাফাইয়ে !

স্বভাবকবির দেশে , ঢলো ঢলো রীতির বিরুদ্ধে
নির্মল খোদাই কর্মী , পিশাচসিদ্ধের রোখ ধরে
আমিই নিয়েছি বেছে জীবিকার অন্ধকার গ্লানি ?

তবে কি আমায় আমি সত্যি সত্যি এখনও চিনি নি !

No comments

Powered by Blogger.