একটি সুগন্ধ ছিল :অনুরাধা বিশ্বাস

অনুরাধা বিশ্বাস  

একটি সুগন্ধ ছিল

তোমার হাসির ওপরে পাইনের কৃশ ছায়া ঝরে পড়ে
তোমার হাত এই যে নরম মসের সমূহ হৃদয় ছুঁয়ে রয়েছে,
তা দেখামাত্র আমি কতকি জানানোর জন্যে ব্যকুল হয়েছি
দ্যাখো,
একটি সুগন্ধের অপেক্ষায় আমার পা ডুবে গেছে পাথরের গভীরে
একটি মধুর আর হতভাগ্য গন্ধের অন্বেষণে আমি তোমার হাসির
কাছে এসে পড়েছি।

উদ্ধারের পথ রইল না এমন ভাবে একটি মাছের ভিতর হারিয়ে
গিয়েছিলাম। তার পেটের ভিতর থেকে হ্রদের শরীর বড় অন্যায্য
আর অপূর্ব ঠেকেছে। তার চোখের ভিতরে আমার আঙুল
আর জলের আঙুল যখন মুখোমুখি - জানা গেল কেউ কাউকে ছুঁতে পারব না।
ফলে সেই ভাগ্যতাড়িত অনুগ্র গন্ধটির কল্পনায় আমরা পাশাপাশি,
যোজনদূরের দুটি হাওয়াকলের মত
একটি ভঙ্গুর একাত্মবোধে ঘুমিয়ে পড়েছিলাম। হ্রদের শরীর তখন
স্থূল আর বৈশিষ্ট্যবিহীন

সেখান থেকে কত রক্ত জল করে, কত ট্রেনবাঁশির অস্থির ডাকাডাকিতে
আমার ঘুম ভেঙেছে।
ঘুম ভেঙেছে হাঁটুর ওপর থেকে।

বন্য জারুলের রঙ
পাওয়া এই আকাশের কাছে বসে
তোমায় দুটো একটা মিছে কথা বলতে বড় মন হয়েছে।
পিতামহের মন্ত্র পেয়ে স্বপ্নে উদ্ধারের জাল বুনছে যে মাঝি,
সে এসে পড়ার আগে, শোনো –
সূর্য ছিল অদিতির সন্তান। তার নাম তাই আদিতেয়।
আমার শৈশব একটি একা বালির চূড়ায় শুয়ে আছে।
ধূমকেতুর পুড়ে যাওয়া লেজ, নীচু তারার ঝলসে ওঠা পতন -
আমার হাসির পাশে, ঐখানে, একটি সুগন্ধ ছিল মুঠোর আকার
একটি সুগন্ধ ছিল মোটা কাচের বয়ামে

র‍্যালে , ২০১৬

1 comment:

  1. অনেকদিন পরে আবার একটুকরো না-পাওয়ার অতীত-গল্পের রেশ মনের মধ্যে রেখে গেল।

    ReplyDelete

Powered by Blogger.