একটি সম্পাদকীয়ঃ কুন্তল মুখোপাধ্যায়
ক্রোধ আমাদের যা খুশি তাই
বোধ আমাদের রাক্ষুসি
লোভের খিদে ঘৃণার খিদে
মনের খিদে , রাগ , খুশি
বোধ আমাদের রাক্ষুসি
লোভের খিদে ঘৃণার খিদে
মনের খিদে , রাগ , খুশি
বিক্রি হবে এই আমাদের
হোমের অনল সব ঘি , নুন ?
রঙের খিদে কিনুন আমার
পেটের খিদে ক্রোধ কিনুন
হোমের অনল সব ঘি , নুন ?
রঙের খিদে কিনুন আমার
পেটের খিদে ক্রোধ কিনুন
স্বপ্নে দেখি বিশাল আকার
দশখানা হাত ছ’মস্তক
পাঠক পড়ছে রাগ আমাদের
হর্ষ বিষাদ সমস্ত
দশখানা হাত ছ’মস্তক
পাঠক পড়ছে রাগ আমাদের
হর্ষ বিষাদ সমস্ত
রাক্ষুসি তুই সব কিছু খাস
আমরা তবু ভাবব রোজ
রাক্ষুসি তুই শিমুলভাষা
পলাশভাষা , কাব্যরোগ
আমরা তবু ভাবব রোজ
রাক্ষুসি তুই শিমুলভাষা
পলাশভাষা , কাব্যরোগ
রোগ আমাদের ঈর্ষা এবং
রোগ
আমাদের লাগল ঠিক
সময় বলে এসব ভীষণ
টেম্পোরারি , তাৎক্ষণিক
মাধুরী
তাঁর দীক্ষিত ?
এসব প্রশ্ন সরিয়ে রেখে
লিখেই যাচ্ছি , লিখছি তো ...
প্রকাশ
ক’রে
পত্রিকায় ?
ঘুমের মধ্যে শুনেছিলাম
পুড়ছে সবই দীপশিখায়
পুড়ছে
আয়ু প্রতিটি দিন
ঘুমের ঘোরে শুনেছিলাম
লেখাই আসল ,চিরকালীন...
Post a Comment