বিদায়: অরণি বসু
উৎপলকুমার বসু |
বিদায়
(উৎসর্গঃ উৎপলকুমার বসু)
অরণি বসু
নদী পার হয়ে তুমি চলে গেলে একা।
অস্তায়মান সূর্য, হাওয়া আর
পাতা ঝরার শব্দ।
ঝুপ করে নেমে এল অন্ধকার। গান থেমে গেছে অবশেষে।
হইচই করতে করতে পাখিরা বাসায় ফিরছে। শীত।
একটা গাছের পাতা ঝরে পড়লে চরাচরে কোনো আলোড়ন হয় না,
শুধু হলুদ পাতাটাই ঘুরতে ঘুরতে নেমে আসে নীচে।
পাতা ঝরার শব্দ।
ঝুপ করে নেমে এল অন্ধকার। গান থেমে গেছে অবশেষে।
হইচই করতে করতে পাখিরা বাসায় ফিরছে। শীত।
একটা গাছের পাতা ঝরে পড়লে চরাচরে কোনো আলোড়ন হয় না,
শুধু হলুদ পাতাটাই ঘুরতে ঘুরতে নেমে আসে নীচে।
এতক্ষণ আমরা একসঙ্গে ছিলাম। গল্প।
মৃদু গান। স্পর্শ।
এখন আমি এপারে দাঁড়িয়ে আছি একা, বেঁচে থাকার শব্দের পাশে-
তুমি নদী পার হয়ে চলে গেছো একাকী। অন্ধকারে।
এখন আমি এপারে দাঁড়িয়ে আছি একা, বেঁচে থাকার শব্দের পাশে-
তুমি নদী পার হয়ে চলে গেছো একাকী। অন্ধকারে।
কুয়াশার জাল ছিন্ন করে বিষণ্ণ,
পাগল পিটার প্যান লাফিয়ে নামে জলে।
Post a Comment