হাঃ : বিভাস রায়চৌধুরী
বিভাস রায়চৌধুরী
হাঃ
আমি তো অন্নের মধ্যে ক্রোধ রেখে বেঁচে থাকি রোজ
আমি তো অন্যের মধ্যে স্বপ্ন রেখে বাড়ি ফিরে যাই
আমাকে আমার মতো ভালোবাসো, প্রিয় বন্ধুগণ!
বাতাসে আগুন নেভে... দিগন্তে দিগন্তে ওড়ে ছাই...
আমি তো অন্যের মধ্যে স্বপ্ন রেখে বাড়ি ফিরে যাই
আমাকে আমার মতো ভালোবাসো, প্রিয় বন্ধুগণ!
বাতাসে আগুন নেভে... দিগন্তে দিগন্তে ওড়ে ছাই...
আমাকে বেদনা বলে, লিখে তুমি কিছুই পাবে না
আমি বলি, ভাই তুমি আছো, তাই এই লাল নীল
রঙ এসে মেঘে মঘে রঙিন পতাকা রেখে যায়
এই-বা কম কী? এ-জীবন প্রতিভাপিচ্ছিল!
আমি বলি, ভাই তুমি আছো, তাই এই লাল নীল
রঙ এসে মেঘে মঘে রঙিন পতাকা রেখে যায়
এই-বা কম কী? এ-জীবন প্রতিভাপিচ্ছিল!
এ-জীবন অন্ন-ক্রোধ-প্রতিভার ধানাইপানাই
Post a Comment