ইন্টারভিউ: ঊষসী কাজলী
ইন্টারভিউ
- উফ সরে যা অনি, দেবু দা এখুনি এসে পড়বে,
আমার এখনো কত বাকি। চুল টা কে কীভাবে রাখি বলত? বারবার
গালে পাফ লাগাতে লাগাতে রিমি ফোনের দিকে তাকাচ্ছে সময় কত হল।
কারণ ডিরেক্টর দেবুদা ভীষণ টাইমে চলতে ভালবাসে।
অনিমেষের সেসব নিয়ে তাড়া নেই।
ক্যামেরা হাতে পড়লেই সে অন্য অনিমেষ হয়ে উঠবে। এখন খুনসুটি চলছে হয়ত প্রেমিকার সাথে।
-ওয়ে নিলু চা ডাক।
সক্কাল থেকে খেটে মরছি। বাবলু দা সেটের কদ্দুর।
লাইটম্যান কিন্তু এখনও... এই
ত বাপ ছিলেন কোথায়??
কার কোথায় আলো ফেলা হচ্ছিল??
-ছাড় তো খালি ইয়ে! রিমি দি ফোকাস লাইট কটা লাগবে? আমি পাঁচ মিনিটে রেডি করে দেব।
বলেই পকেটের ফোন ঘাঁটতে ঘাঁটতে বিজু চলে গেল ভিতরে।
একটা চরম ব্যাস্ততা।
বিখ্যাত চিত্রশিল্পী নিষাদ সেনের লাইভ সাক্ষাতকার। গতমাসেই রাষ্ট্রীয় সম্মান পেয়েছেন।
- রিমি...
বিজু...অনুমেষ... শালারা সব রেডি?
এটা কি?
এখানে চেয়ার...আমাকেই শালা ...ফ্রন্ট লাইট একটু নামা।
উনি তো বসে কথা বলবেন।
আর ওইদিকের জানলা টা খুলে দে। শিল্পী মানুষ ভাল লাগবে।
রিমি তোর স্ক্রিপ্ট সব লিখে টিখে রেখেছিস তো?
অনি তোকে আর কী বলব, চা দিয়েছে রে,
মুড টা ফ্রেস করা দরকার।
বাবলু যা তো রে একটা ইয়ে নিয়ে আয়,
ভাল পার্ফিউম কি রুম ফ্রেসনার... সুগন্ধ ইজ ইম্পর্টেন্ট।
দেবু, দেবজিত
মুখোপাধ্যায়। খুব খুঁতখুতে।
প্রতিভাবান বলে পরিচিত।
নিজের নখ খুঁটতে খুঁটতে খুশি খুশি মুখে কাকে ফোন করার পরেই আবার তাড়া লাগাতে লাগল।
কারণ স্টুডিওর বাইরে নিষাদ সেন।
এভরিথিং রেডি করতে লাগল আরো কুড়ি মিনিট।
সুসদৃশ চেয়ারে বসে শিল্পী অপেক্ষা করছেন। রিমির কপালে অল্প ঘাম।
লাইট ক্যামেরা রোল।
-প্রায় বিশ বছর ধরে আপনি নিভৃতে ছবি এঁকে চলেছেন। এত দিন বাদে আপনার যোগ্য সম্মান এল। এত দিন আপনার ছবি ছিল মানুষের বোধের বাইরে।
আপনার এই সম্মান লাভের পর আপনার ছবি অনেক বেশি মানুষের কাছে চলে এল।
-কাট। এই রিমি একটু এঙ্গেল কর। তোর ব্যাক পাশ আসছে তো। ডিরেক্টর বুঝিয়ে দিলে শিল্পী মৃদু হেসে সম্মতি দেন।
- হ্যাঁ যা বলছিলাম আপনার জীবন একজন প্রকৃত শিল্পীর জীবন। আপনার জন্ম মেদিনীপুর শহরে।
শৈশবের দারিদ্র আর আপনার সুতীব্র জেদ। এই সব হয়ত আপনার ছবিতে এসেছে।
কিন্তু এই যে সম্মান যে ছবি দুটির জন্যে আত্মহনন আর আউটব্রাস্ট
। এর মূল যে যায়গাটা সেটা তো একটা বিশ্ব চেতনা নাকি হয়ত বা । তা আপনি ঠিক কোথা থেকে পেলেন? মানে বলতে চাইছি ঠিক কোন মুহুর্তে আপনার এই বোধে আপনি পৌঁছালেন?
নিওরিয়ালিস্টিক নাকি একটু অন্যরকম একটা ভাব আপনি ঠিক কেন এমন আঁকলেন??
নিষাদ সেন বাম করতলে আঙুল ঘষছিলেন। একটু ভেবে নিয়ে তাকালেন । -সেদিন
আমার ঘরে টুথপেস্ট ছিল না।
রাগের মাথা কেন যে অমন আঁকলাম আর ...... উফ খুব গরম করছে একটা বিড়ি খাই??
Post a Comment