এক শান্ত ও সত্যি লোকের গল্প : গীতরেখ দেবীপুত্র
প্লম নামের শান্ত লোকটির সঙ্গে কখনও দেখা হয়নি আমার
আ-কিউ-র কোনও সত্য কাহিনী আমি শুনিনি ।
তবে পউষে ঠান্ডা রাত্রে – এক মাঠে – গুরুপদ-র সঙ্গে আমার দেখা ।
একাকী গামছা বেঁধে দুহাত মাথায় নিয়ে দাঁড়িয়েছে ।
আমি হাত বাড়ালে – সে বলল ‘থাক’
আমি খুলে দিতে চাইলে পুলওভার – সে বলল থাক ।
ভাগ করে দিতে চাইলে খাবার , সে বলল , ‘থাক’
শুধু একটু তামাক নিয়ে ফিরে যেতে যেতে
গুরুপদ মৃদু স্বরে জানাল -
“দুহাতে পৃথিবী ধরেছি যেই – কারা খুলে নিল
পোশাক । একটু দেখো ।”
বস্তুত গুরুপদ এমন শান্ত
ও সত্যি লোক – কখনও
দেখিনি আমি আর ।
Post a Comment