যে দুখানা কবিতা ভুলতে পারেনি মথ

কালীকৃষ্ণ গুহ

তুমিও রয়েছ

আমার জীবন থেকে তুমি চলে গেছ ----
এই কথা ভাবতে ভাবতে বিকেলের রাস্তা ধরে হাঁটি 
আজ বহুদিন পর 

চারিদিক থেকে ছায়া নেমে আসে 
কৃষ্ণচূড়া নিম সপ্তপর্ণী জারুলের ছায়া
অগণিত বাড়ি আর হাসপাতালের সব ছায়া ।
সব ছায়া দীর্ঘ হতে হতে 
রাত্রির অন্ধকারে মিশে যাবে কিছুক্ষণ পর ।
আজ অমাবস্যা ।

এই সব ছায়ার ভিতরে 
তুমিও রয়েছ কোনোখানে , এই কথা বারবার মনে হয় ।

হাঁটতে হাঁটতে কোনদিকে যাবো ঠিক বুঝতে পারি না ...

'

প্রথম ঊড়ান অক্টোবর -ডিসেম্বর ২০০৩





কবিরুল ইসলাম 

অনন্তের দিকে

এসো আমরা এক পা-দুপা অনন্তের দিকে যাই 
ঠিক আছে, এসো

অসীম সৌজন্যে আরও একটি ভোর
ওই দেখো ফুটে উঠছে শুভেচ্ছা সফরে ।

অনন্তের জন্য চেনা , উদ্দেশ্যবিহীন
এই যে প্রথম দেখা , একটি -দুটি দিন
ধরা রইলো স্টিল ফোটোগ্রাফে
যেন বা কিঞ্চিৎ প্রেম , কিঞ্চিৎ সন্তাপে ।

অসীম সীমানা নেই , পানপাত্র নেই
তার গল্প ফাঁস হলো ধীর সংগোপনে
গোপন প্রকাশ্যে এসো পদচিহ্নহীন
লোকে তো যা খুশি বলে , শোনে বা না শোনে ।।



দ্বিতীয় ঊড়ান , ফেব্রুয়ারি-এপ্রিল ২০০৪ 









No comments

Powered by Blogger.