সম্পাদকীয়


      


     আমরা মথ এর বন্ধুরা চেষ্টা করি মথ পত্রিকার একটা পঁচিশে বৈশাখ সংখ্যা প্রকাশ করার । সেটি সাধারণত হয় মুদ্রিত সংখ্যা সেই সংখ্যায় আমরা বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে থাকি । শুধু কবিতা নয় ,কখনও পঁচিশে বৈশাখ সংখ্যায় আমরা বিতর্কও আয়োজন করেছি । পক্ষে বিপক্ষে আমরা গলা ফাটিয়েছি সেইসব পাতায় । কিন্তু এখন পৃথিবীর গভীরতর অসুখের সময় । ফলে আমাদের ওয়েব সংখ্যা প্রকাশ করা ছাড়া উপায় ছিল না । এই সংখ্যায় আমরা অসংখ্য ফটোগ্রাফ ব্যবহার করেছি । সেইসব ছবি আমাদের বন্ধুদেরই তোলা । 

    এই ওয়েব সংখ্যাটি আসলে দু-ভাবে ভেবেছি । মথ-এর পাঠকমাত্রেই জানেন যে আমরা উড়ান নাম দিয়ে থাকি যে-কোনো কাব্যপ্রকাশের । আর তাই দীর্ঘ কবিতার নাম দীর্ঘ উড়ান । আর গুচ্ছ কবিতার নাম হয় ঊহিনী উড়ান । এখানেও আলাদা করা হয়েছে দু-রকম কবিতার গুচ্ছ । এই দুটো জায়গায় সবার লেখা যেমন পড়তে পারা যাবে, তেমনি আলাদাভাবেও তাঁদের লেখা রাখা হয়েছে ।
    
   সংখ্যাটিতে কয়েকটি পেইন্টিং এবং একটি অসাধারণ ড্রয়িং ব্যবহার করেছি আমরা । এগুলো সব সুমন কবিরাজের আঁকা। সুমন কবিরাজ আমার এবং আমাদের বন্ধুদের কাছে ভালোবাসার একটি নাম ।সুমন পেশায় চিত্রশিল্পী ।কলকাতা গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে চিত্রকলা নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ।এরপর স্কলারশিপ নিয়ে ইয়োরোপ যাত্রা । সুমনের যে দুটি ছবি দুখানা উড়ানের প্রথমেই ব্যবহার করেছি আমরা, সেগুলো-র কোনোটাই তাঁর সাম্প্রতিক কালে আঁকা ছবি নয় । কাজেই সুমন এখন কেমন কাজ করছেন তা এই দুটি ছবি দেখে বোঝা যাবে না । তবু সুমনকে আমি সম্পাদক হিসাবে ধন্যবাদ জানাতে চাই । এই ছবিগুলি ব্যবহার করার অনুমতি দেওয়ার জন্য ।
   
 পঁচিশে বৈশাখ আমাদের কাছে এক সৃষ্টির দিন। তিনি আজও , এই সময়েও , আমাদের অনেকের কাছে অনুপ্রেরণার মানুষ । আজও তাঁর গানের জন্য, তাঁর প্রবন্ধের জন্য, তাঁর নাটকের জন্য আর ছবির জন্য আমাদের অনেকের কাছে তিনি এক বিস্ময়কর ব্যক্তিত্ত্ব । ফলে তাঁর জন্মদিন আমাদের কাছে সৃষ্টির দিন । তাঁকে আমার, আমাদের প্রণাম জানাই ।

No comments

Powered by Blogger.