সুমন সাধুর তিনটি কবিতা
ইনসোমনিয়া
একটা বিছানা
সরু হয়ে শুয়ে আছে ঘুম
কে গান শোনাবে, কে গল্প করবে
আমি হাই তোলা সহযোগে
ফেলে রাখছি ওষুধ
এদিকে একটা শালিখ
শরীর থেকে কিছুতেই উড়তে চাইছে না
ফেনাচিত্র
উপচে পড়া ভাতের ভিড়ে নিজেকে বসাই
বসাই বাবাকে, মা-কে, প্রিয় বন্ধুটিকে
তারপর
সবাই এক সময় ফেনা হয়ে যায়
রাণাদা
রাণাদা ফোন করে
বললেন,
আমি তোর জন্য ছোটোবেলায় ফিরে গেলাম
সেই যোধপুর পার্ক অফিস
বালিগঞ্জের গলি দিয়ে দ্রুত ট্রেন পালানো
তারপর ঘাম
তারপর ভিড়
তারপর একটা প্রকাণ্ড গাছ
রাণাদা আমাকেও গড়গড় করে পড়ে ফেললেন
ছবি - অর্ণব বসু
Post a Comment