গৌতম দাস

 


বহুবিভক্তির দোঁহা

অনেক কাল আগের কথা,এক যে ছিলো সে।দিনরাত সে চোখ বুজেই থাকতো আর
হাতের তালুতে রেখে ঘোরাতো পৃথিবীটাকে।
পৃথিবী তখন মার্বেলের মতো।

শীতে তালুতে ঘষে ঘষে গরম রাখতো শরীর।গ্রীষ্মে নিজেকে তালুতে নিয়ে ফুঁ দিয়ে জুড়াতো....
বৃষ্টি থেকে রক্ষা করতো ওই তালু।
কেননা,তার বাসা ছিলো তার নিজের হাতেরই তালুর নিচে।

সে চোখ না খুললেও তার খাওয়ার যোগ্য ফল,পানের যোগ্য জল,শ্বাসের যোগ্য বায়ুর অভাব ছিলো না।কিন্তু,ছিলো.....
সে ছিলো খুব একা,মনে ছিলো না শান্তি

তাই সে একদিন
নিজেকে নিজের তালুতে রেখে বহু করে ফেললো,আর
নিজের সৃষ্টি দেখবে বলে যেই সে প্রথম বারের মতো চোখ খুলেছে
অমনি হলো কী

পৃথিবীটা গেলো বেড়ে
সে পুং-স্ত্রী বর্গে ছড়িয়ে পড়লো পৃথিবীময়

দেখে সে সলিলকি করলো - বাহ....
একযোগে পৃথিবী জুড়ে আওয়াজ উঠলো -
মারহাব্বা মারহাব্বা.....


 

 

সংসার চারণা

 

পায়ের ছাপে পায়ের ছাপে

কাটাকুটি খেলে রোজ আমাদের ঘরের চারপাশে

প্রতিদিন কারা আসে
নতুন নতুন পায়ে ছাপ দিয়ে যায়
একেক পায়ের ছাপ একেক রকম
চিনতে পারি নতুন কিন্তু বুঝতে পারি না ঠিক করে

কাদের? মানুষের নাকি পশুপাখিদের
কীটপতঙ্গ তৃণ গাছপালা নাকি অপার্থিব
গ্রহ-নক্ষত্র-নীহারিকা নাকি নদী পাহাড়েরা
বেড়া টপকে টুক্কি মারে ঘরে

আমাদের ঘরে তো বিশ্ব-সংসার চলছে
সংসার-চারণা দেখতে কারা কারা আসে -

কৌতুহলের বুক-পকেট উপচে পড়ছে প্রাণ-প্রাচুর্যে
                                     
অপার আভাসে

 

 

খোঁজ

 

আমাদের জনপদের

একটা ছেলে
একদিন হঠাৎ উধাও হয়ে গেলো

তখন
আমি ঘরকে জিজ্ঞেস করাতে
ঘর বললো,হারিয়ে গেছে

কেমন যেন মনে হলো : হারিয়ে
যাওয়ার তবে একটা নির্দিষ্ট পথ আছে
যে খুঁজে পায় সে হারিয়ে যায়,যে
পায় না সে ফেরে আস্তানায়

এখন
যখন বুঝে উঠছি আমরা  -পথটাই হাওয়া
(
'জন আর খুঁজে পায় সেই প্রকৃত খুঁজে পাওয়া)
ঠিক তখনই,টিভিতে,মনের পিরিতে
এক বাজার-চলতি চকলেট বলে উঠলো,
                           
খাও আর খো যাও.....

 

 

 

টোটো


টোটোয় চলেছি,নাকি উড়ে যাচ্ছি সব
স্বপ্নে যেভাবে ওড়ে বন্ধুবান্ধব

টোটোয় চলেছি,নাকি ........

গন্তব্য নিজে জানে তোমাকে আমাকে
রোদ বৃষ্টি মেখে সে কি চলতেই থাকে

গন্তব্য নিজে জানে .......

তার কোনো ভাবনা নেই,ভাবনা পুরনো
সাবধানতার কথা কই ওঠে না কখনও

টোটো উড়ছে,সিটি মারছে,লাফরা নেই কোনো

চোখের সম্মুখ থেকে চোখের আড়াল
সরে যায়,সরে যায় আজ থেকে কাল

চোখের সম্মুখ থেকে চোখের আড়াল

সরে যায় .....

 

 

 

ঘরের চাবি পরের হাতে

 

কোমড়ে চাবির গোছা

ঝমঝমিয়ে বাজতে বাজতে চললো

কতদূর .....

একঘর থেকে আরেক ঘর
এক তালা থেকে অন্য তালা
এক সময় থেকে অন্য সময়

এক গ্যালাক্সি থেকে অন্য গ্যালাক্সি

বাজতে বাজতে চললো

 

                                                                                                                                                                                ছবি-অর্ণব বসু  

No comments

Powered by Blogger.